স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলায় চলমান তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় একটি গ্রামে বৃষ্টির জন্য ঘটা করে ব্যাঙের বিয়ের আয়োজন করে গ্রামবাসী।
এ উপলক্ষে সোমবার দুপুরে চারঘাট উপজেলার তাতারপুর মন্ডলপাড়া গ্রামের ৬০ থেকে ৭০টি বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানের জন্য যাবতীয় জিনিসপত্র সংগ্রহ করা হয়। বৃষ্টির জন্য নাচ-গান শেষে ব্যাঙের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে সন্ধ্যায় ছিল খাওয়াদাওয়ার আয়োজন।
নারী, পুরুষ ও শিশুদের একটি দল নেচে-গেয়ে শরীরে আবির মেখে সারা গ্রাম ঘুরে ঘুরে উল্লাস করেন তারা। ব্যাঙ বর-বধূকে কলাগাছের খোলের মধ্যে ভরে নিয়ে ঘোরা হয়। বাড়ি বাড়ি ঘুরে বৃষ্টির জন্য “আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই” গানটি গান তারা। এরপর বিয়ে দিয়ে একটি প্রতীকী পুকুর খনন করে সেখানে ব্যাঙ দুটিকে ছেড়ে দেওয়া হয়।
ভিন্ন আয়োজনে এ ব্যাঙের বিয়ের আয়োজকরা জানান, বৃষ্টি নেই, তাপমাত্রা বাড়ছে। গাছের আম ঝরে পড়ছে। অন্যান্য ফসলেরও ক্ষতি হচ্ছে। এই অবস্থায় তারা গ্রামের লোকজনকে নিয়ে ব্যাঙের বিয়ের আয়োজন করে তারা। তাদের বিশ্বাস, যুগ যুগ ধরে চলে আসা প্রথা পালন করে এই অসহনীয় ভ্যাপসা গরমে একটু শীতল বৃষ্টি নামাতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
আরবিসি/২৩ এপ্রিল/ রোজি