স্টাফ রিপোর্টার : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ের পর সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। একই দিন প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলা নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।
দ্বিতীয় ধাপে বৈধ চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন- দুর্গাপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মো. শরিফুজ্জামান ও আব্দুল মজিদ। পুঠিয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, মখলেসুর রহমান, আব্দুস সামাদ ও আহসান উল হক মাসুদ। এছাড়া বাগমারা উপজেলায় জাকিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক সরকার ও নাছিমা আক্তার।
নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে। প্রচার-প্রচারণা শেষে আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরবিসি/২৩ এপ্রিল/ রোজি