• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শীর্ষ সংবাদ

এক সেঞ্চুরিতে প্রায় কোটি রুপির গাড়ি উপহার পেলেন বাবর

Reporter Name / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

আরবিসি ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল ৬৩ বলে অপরাজিত ১১১ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন বাবর আজম। পরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৮ রানে ম্যাচটি জিতে নেয় তার দল পেশোওয়ার জালমি।

১৪ চার আর দুই ছক্কায় সাজানো বাবরের সেঞ্চুরিটি স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১তম। গেইলের পর বাবর আজমই দ্বিতীয় ব্যাটার, টি-টোয়েন্টিতে যার সেঞ্চুরি সংখ্যা দুই অঙ্ক স্পর্শ করেছে। বিশ্বসেরা এই ব্যাটারের সেঞ্চুরি বন্দনায় মেতেছে ক্রিকেট বিশ্ব।

দারুণ ইনিংসটির পর বাবরকে বড় উপহার দিচ্ছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। পাক মেগাস্টারকে (এমজি) ব্র্যান্ডের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন জাভেদ আফ্রিদি।

নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) একটি গাড়ির ছবি পোস্ট করে পেশোয়ার জালমির মালিক লিখেছেন, ‘বাবর আজমের জন্য এমজি উপহার।

(পাকিস্তানে) সে-ই প্রথম এমসি এসেন্স চালাবে। (গাড়িটি) পাকিস্তানে তৈরি।’ উল্লেখ্য, মরিস গ্যারেজের (এমজি) ‘এইচএস এসেন্স ১.৫টি’ মডেলের গাড়ি উপহার পাচ্ছেন বাবর। পাকিস্তানি মুদ্রায় যার বাজার মূল্য ৮০ লাখ ৯৯ হাজার রুপি।

প্রথম দুই ম্যাচ হেরে চলতি পিএসএল শুরু করেছিল বাবরের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। পরের তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়িয়েছে তারা। পয়েন্ট টেবিলের তিনে আছে বাবরের দল।

ব্যাট হাতে ছন্দে আছেন কাপ্তান বাবর আজমও। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ৮২.৫০ গড়ে ৩৩০ রান নিয়ে চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তিনি। দলনেতার এমন পারফরম্যান্সের পর পুরস্কার পেতেই পারেন তিনি!

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category