• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:১১ অপরাহ্ন

মুস্তাফিজকে নিয়ে বড় সুখবর পাওয়া গেল

Reporter Name / ১৭৯ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

আরবিসি ডেস্ক :  অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। চট্টগ্রাম থেকে দুঃসংবাদটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল দেশের ক্রিকেটাঙ্গনে। যদিও গতকালই কিছুটা স্বস্তির খবর মিলেছিল। সিটি স্ক্যান করার পর জানা যায়, মুস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে, অভ্যন্তরীণ কোনো চোট নেই।

তবে যেহেতু মাথার চোট, এ ছাড়া পাঁচটার মতো সেলাই লেগেছে। তাই তাকে বিপিএলের বাকি ম্যাচগুলোতে পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা ছিলই। এরই মধ্যে আজ আরও বড় সুখবর পাওয়া গেল।

হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন ফিজ। কেমন আছেন, হাসপাতাল থেকে কবে ছাড়া পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে ঢাকা পোস্টকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘আজকে ছাড়া পাবে কি না এটা এখনো জানি না। তবে ডিউটি ডাক্তাররা বলেছে, ও (মুস্তাফিজ) এখন অনেকটা ভালো আছে।’

ছাড়পত্র পেলে দলের সঙ্গে যোগ দেবে নাকি ঢাকায় ফেরত আসবে এমন প্রশ্নে দেবাশীষ বলেন, ‘যদি আজ (সোমবার) ছেড়ে দেয় তাহলে আমার মনে হয় দলের সঙ্গেই চলে যাবে। ছাড়পত্র যদি কনসালট্যান্ট দেয় তাহলে তো হাসপাতালে থাকার দরকার নেই। হাসপাতালে যদি থাকার দরকার না হয়, তাহলে তো ঢাকায় পাঠানোরও দরকার নাই।’

প্লে-অফে মুস্তাফিজ খেলতে পারবেন কি না এ নিয়ে দেবাশীষের ব্যাখা, ‘আমরা ছাড়পত্রটা আগে পাই যদি দেয় তাহলে তো মাথায় আর সমস্যা নেই। সমস্যা হচ্ছে সেলাই সেটা শুকাতে তো কয়েকদিন সময় লাগবে। ওরকম ৪/৫ দিন লাগতে পারে।’

এদিকে, আজ টসের সময় ধারাভাষ্যকার আতহার আলি খান কুমিল্লা কাপ্তান লিটন দাসের কাছে মুস্তাফিজের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছিলেন। জবাবে লিটন জানিয়েছেন, ‘সে (ফিজ) ভালো আছে। এখনো হাসপাতালে আছে। আশা করছি রাতে হোটেলে দলে যুক্ত হবে।’

আরবিসি/১৯ ফেব্রুয়ারী/অর্চনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category