• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি জানালেন প্রধান উপদেষ্টা ভাইরাল ‘বিয়ের ছবি’ নিয়ে যা বললেন তাহসান সারাদেশে ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে রাবি শিক্ষকের অশালীন মন্তব্য ভাইরাল রাজশাহীতে অপহৃত নারী চিকিৎসকের সন্ধান মেলেনি ফের রিমান্ডে রাজশাহীর সাবেক এমপি আসাদ এবার হইচইয়ের অভিযোগে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে শোকজ রাজশাহীতে নারী চিকিৎসককে বাসা থেকে অপহরণ রাজশাহীতে ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ রাজশাহী পুলিশ লাইনস্ স্কুলে শিক্ষার্থীদের রোষানলে পুলিশ

যশোরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা!

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

আরবিসি ডেস্ক : যশোরে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভুট্টার চাষ হয়েছে। ভুট্টা চাষে খরচ কম ও ফলন বেশি পাওয়া যায়। এ জন্য চাষিরা দিন দিন ভুট্টা চাষে ঝুঁকে পড়ছেন। এতে উৎপাদিত ফসল ভুট্টা ও ভুট্টার গাছ গবাদিপশুর খাবার হিসেবে বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা।

সূত্রে জানা যায়, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ব্যাপক পরিমাণে ভুট্টা চাষ হচ্ছে। প্রতিটি জমিতে চাষকৃত ভুট্টা জমিতে ভোরে গেছে। গত বছরের তুলনাই এ বছর ভুট্টার আবাদ বেশি হয়েছে। কৃষকরাও অনেক খুশি। এ বছর ভুট্টা বিক্রি করে অনেক লাভবান হবেন বলে আশা করছেন।

আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ বছর অন্যান্য জেলার চেয়ে চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি ভুট্টার চাষ করা হয়েছে। প্রায় প্রতিটি জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভুট্টার আবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর বেশি উৎপাদন ও দাম বেশি থাকবে বলে কৃষকরা ধারনা করছেন।

যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আবু হোসেন বলেন, চাষীরা অনাবাদি ও পতিত জমিতে ভুট্টার চাষ করে লাভের মুখ দেখছেন। এ অঞ্চলের কৃষকদের মাঝে দিন-দিন জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টা চাষ। এছাড়া আমরা নিয়মিত ভুট্টা চাষীদের উদ্বুদ্ধকরণ,পরামর্শ, মাঠ দিবস, নতুন নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মওসুমে এ অঞ্চলে ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

আরবিসি/১৭ ফেব্রুয়ারী/ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category