আরবিসি ডেস্ক : সিরাজগঞ্জের হাটিকুমরুলে গ্যাস ট্রান্সমিশন লাইনের পাইপ প্রতিস্থাপনের কাজ শেষ হওয়ায় ২৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের ৪ জেলায় পুনরায় গ্যাস সরবরাহ চালু হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় সংযোগ চালু করায় পূর্ব নির্ধারিত ৬০ ঘণ্টার আগেই অর্থাৎ ২৭ ঘণ্টার মধ্যে কাজ শেষ হওয়ায় উত্তরের ৪ জেলার গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং ডিভিশনের জেনারেল ম্যানেজার আইনুল কবির বলেন, ‘হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণের বৃহস্পতিবার রাত ৮টা থেকে হাটিকুমরুল এলাকার ২টি স্থানে ১.৩২ কিলোমিটার এই গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ শুরু করা হয়। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পর্ব নির্ধারিত গ্যাস বন্ধ থাকায় ঘোষণা দেয়া হলেও আমরা ২৭ ঘণ্টার মধ্যেই কাজ শেষ করে ফেলি। ফলে গতকাল রাত ১১টা থেকেই পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির লিমিটেডের গ্রাহক বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা, সিএনজি স্টেশন এবং আবাসিক লাইনে গ্যাস সরবরাহ সচল রয়েছে।
আরবিসি/১৭ ফেব্রুয়ারী/অর্চনা