• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

ছেলের এমন খুশির দিনে অঝোরে কাঁদলেন বাবা

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

আরবিসি ডেস্ক : রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ব্যাটিং করছে ভারত। আগের টেস্টের চারজনকে বাইরে রেখে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। প্রথমবারের মতো টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ঘটেছে সরফরাজ খান ও ধ্রুব জুরেলের।

অবশেষে দেশের হয়ে মাঠে নামার স্বপ্ন সত্যি হলো সরফরাজের। ছেলের এমন ঐতিহাসিক মুহূর্তে স্টেডিয়ামে দাঁড়িয়ে আনন্দে কেঁদে ভাসান বাবা নাওশাদ খান ও স্ত্রী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ৩১১ নম্বর টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে সরফরাজ খানের।

ভারতের কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলের হাত থেকে অভিষেক ক্যাপ গ্রহণ করেন সরফরাজ। টেস্ট ক্যাপ হাতে নিয়েই বাবার কাছে দৌড়ে যান এই ডানহাতি ব্যাটার।

স্বপ্নের নায়ক বাবার হাতে তুলে দেন নিজের অভিষেক টেস্ট ক্যাপ। পরক্ষণেই বাবাকে জড়িয়ে ধরেন সরফরাজ। এমনকি নিজের স্ত্রীর হাতেও টেস্ট ক্যাপ ছুঁইয়ে দেন মুম্বাইয়ে এই ব্যাটার। মুছে দেন বাবার ও স্ত্রীর চোখের জল।

ভারতীয় দলের জন্য আরও আগেই নিজেকে যোগ্য তুলেছেন সরফরাজ। ২০১৯ সাল থেকে দেশটির ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে চোখ ধাঁধানো পারফর্ম করেন মুম্বাইয়ের এই খেলোয়াড়।

২০১৯-২০ ও ২০২১-২০২২ টানা দুই মৌসুমে ৯০০ এর বেশি রান করেন সরফরাজ। রঞ্জিতে ৬৬ ইনিংসে প্রায় ৭০ গড়ের ব্যাটিং করেছেন তিনি। যা ভারতের ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গড়।

প্রথম শ্রেনীর ক্রিকেটে ৪৫ ম্যাচে ৬৬ ইনিংসে ৩৯১২ রান সংগ্রহ করেছেন সরফারজ। এখন পর্যন্ত ১৪টি সেঞ্চুরি ও ১১টি ফিফটির দেখা পেয়েছেন ২৬ বছর বয়সী ব্যাটার। প্রথম শ্রেনীর ক্রিকেটে সর্বোচ্চ ৩০১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সাদা পোশাশে ৭০.৪৮ স্ট্রাইক-রেটে ব্যাটিং করেন সরফরাজ খান।

আরবিসি / ১৫ ফেব্রুয়ারী / অর্চনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category