আরবিসি ডেস্ক : চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে বুধবার বিকেলে দুটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আতুয়ার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আতুয়ার বগুড়া জেলার ধুপচাচিয়া থানা এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক গণমাধ্যমের কাছে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার সাদিরা খাতুন বলেন, আকবর শাহ থানা এলাকা থেকে দুটি বিপন্ন প্রজাতির বানর উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
আরবিসি / ১৫ ফেব্রুয়ারী / অর্চনা