আরবিসি ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভোটগণনার আনুষ্ঠানিক ফল আসেনি। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো জানিয়েছেন, তিনি বিপুল ভোটে জিতেছেন। এছাড়া বেসরকারিভাবে যে খবর এসেছে, তাতেও বলা হচ্ছে, প্রাবোয়ো সুবিয়ান্তো জিতছেন।
তিনি অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে আছেন। সুবিয়ান্তো বলেছেন, ‘সব গণনা, সব সমীক্ষার ফল বলছে, প্রথম রাউন্ডে আমি জিতেছি। এই জয় ইন্দোনেশিয়ার জয়।’
তিনি জানিয়েছেন, ‘আমার বিশ্বাস ইন্দোনেশিয়ার গণতন্ত্র খুব ভালোভাবে চলছে। মানুষও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে আমাদের সরকারি ফলপ্রকাশের জন্য অপেক্ষা করতে হবে।
প্রাবোয়ো সুবিয়ান্তো খুব বেশি করে সামাজিক মাধ্যমে প্রচারের ওপর জোর দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল, যুবদের মন জয়। সেই কৌশলে তিনি বাজিমাত করতে পারেন।
এই সাবেক জেনারেলও জানিয়েছেন, যুবদের ভোটের জোরে তিনি জিতেছেন। তিনি বলেছেন, আমি বিশেষ করে যুবদের ধন্যবাদ দিতে চাই। তারাই আমার মূল সমর্থক। তারপর তিনি নেচেও নেন, যা তার টিকটকের ভাবমূর্তির সঙ্গে মানানসই।
যুক্তরাষ্ট্র ইতোমধ্য়ে বিবৃতি দিয়ে ইন্দোনেশিয়ার মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেছে, তারা প্রচুর সংখ্যায় ভোট দিয়েছেন।
ইন্দোনেশিয়ার ভোট সমীক্ষক লিটবাং কম্পাস বলেছেন, ‘সুবিয়ান্তো প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন।
সারা দেশজুড়ে সব ভোটকেন্দ্রের অর্ধক ভোটগণনা হয়েছে। অন্য দুই ভোট সমীক্ষক সংস্থা পোলট্র্যাকিং ও সিএসআইএস একই কথা বলেছে।
সুবিয়ান্তোর প্রতিদ্বন্দ্বী জাকার্তার সাবেক গভর্নর অ্য়ানিস বাসওয়েদান ২৫ শতাংশ এবং ইন্দোনেশিয়া ডেমোক্র্যাটিক পার্টির গানজার প্রানোয়ো ১৬ শতাংশ ভোট পেয়েছেন।
এই সংখ্যা প্রকাশিত হওয়ার পর গানজারের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু তাদের কাছে রিপোর্ট এসেছে, ভোটে ব্য়াপক কারচুপি হয়েছে।
সুহার্তোর স্বৈরাচারী শাসনের সময় সুবিয়ান্তো সেনাপ্রধান ছিলেন। তিনি যদি মোট ভোটের ৫০ শতাংশ পান এবং ৩৮টি প্রভিন্সের প্রতিটিতে এক পঞ্চমাংশ ভোট পান তাহলেই তিনি জিতে যাবেন।
অবশ্য গত দুইটি নির্বাচনে তিনি জিততে পারেননি। তখন তিনি রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর জন্য মানুষকে উৎসাহিত করেছিলেন। আইনি লড়াই লড়েছিলেন। এবার তিনি সমর্থকদের বলেছেন, ‘এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আরবিসি / ১৫ ফেব্রুয়ারী / অর্চনা