আরবিসি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলের কো-চেয়ারম্যান সালমা ইসলাম ছাড়াও ঠাকুরগাঁও জেলা সভাপতি নুরুন নাহার বেগমকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড সালমা ইসলাম ও নূরুন নাহারকে মনোনয়ন প্রদান করেছে।
এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওইদিন বিকেলে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। এরমধ্যে ১১টি আসনে বিজয়ী জাতীয় পার্টি পাচ্ছে ২টি আসন। বাকি ৪৮টি আসন পাচ্ছে আওয়ামী লীগ।
অরবিসি / ১৫ ফেব্রুয়ারী / অর্চনা