• শনিবার, ০১ মার্চ ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

ভিন্ন আয়োজনে চুয়াডাঙ্গা পুলিশ পার্কে ভ্যালেন্টাইনস ডে উদযাপন

Reporter Name / ৭৯ Time View
Update : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

আরবিসি ডেস্ক : ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশ পার্কে পথশিশু ও অসহায় নারীদের মধ্যে কম্বল, খাবার ও চকলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে লাইফ লাইন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

লেখিকা ও কবি শরীফা সুহাসিনীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।

পুলিশ সুপার বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে পথশিশু ও অসহায় হতদরিদ্র নারীদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি এতে অংশ নিতে পেরে আনন্দিত।

তিনি আরও বলেন, শুধু আজকের জন্য চুয়াডাঙ্গা পুলিশ পার্কে আসা দর্শনার্থীদের জন্য টিকিট ফ্রি করা হলো। একইসঙ্গে পার্কে আসা পথশিশুসহ সব বাচ্চাদের জন্য রাইড শেয়ার ফ্রি করা হলো। তাদের চকলেট উপহার দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইনের চুয়াডাঙ্গার আহ্বায়ক আল রোমাজ রাজন জানান, ভালোবাসা দিবসের উদযাপনটা আমরা একটু ভিন্নভাবে করতে চেয়েছি। পথশিশু ও সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে।

আল রোমাজ রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ, ডিআই-১ ইন্সপেক্টর আবু জিহাদ খান, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী, ইন্সপেক্টর সাইফুল ইসলাম, নারী উদ্যোক্তা মাহমুদা অনি প্রমুখ।

 

আরবিসি / ১৪ ফেব্রুয়ারী / অর্চনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category