নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের সময় ৪ জন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার সন্ধ্যা ৭টার সময় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ওয়ার্ডের (আদিবাসী পাড়া) এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) সিপিসি-২ নাটোর ক্যাম্প, র্যাব রাজশাহীর একটি অপারেশন দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে কৃষ্ণপুর আদিবাসী এলাকার মৃত ভরত সর্দ্দারের ছেলে সুরেশ সর্দ্দার (৫২), মৃত মুক্তি সর্দ্দারের ছেলে গনেশ সর্দ্দার (৫০), নিবারন সর্দ্দরের ছেলে কার্তিক সর্দ্দার (৪৫) ও জ্যোতিশ সর্দ্দারের ছেলে দীপক সর্দ্দারকে (২৮) আটক করে।
এসময় তাদের কাছ থেকে চার‘শ চার লিটার চোলাইমদসহ চোলাইমদ তৈরি সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃত আসামীগণের স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রিসহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছিলো। আটককৃত আসামীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।