নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় উপজেলা প্রশাসনের তৎপরতা না থাকায় স্থানীয় পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে রাতের আঁধারে অবৈধ পুকুর খননে সয়লাব শীলমারিয়া ইউনিয়নের আবাদি কৃষি জমি।
খননকারীরা উপজেলা ভূমি প্রশাসনের আড়ালে স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে শীলমারিয়া ইউনিয়নের কাজুপাড়া বিলে ৫০ বিঘা, আঙ্গুসপাড়া বিলে ৩০ বিঘা, ইউসুফপুর বিলে ৩০ বিঘা তিন ফসলি জমিতে রাতের আঁধারে নির্বিঘ্নে ছয়লাব করছে চলছে অবৈধ ভাবে পুকুর খনন কাজ। কোনভাবেই মানা হচ্ছে না সরকারের কোন আদেশ-নিষেধ অথবা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর কোন বিধি-বিধান।
জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি ব্যতিরেকেই আবাদযোগ্য জমির উপরি স্তর কর্তন করে বিভিন্ন ইট ভাটায় উচ্চ দামে মাটি বিক্রি করে লাভবান হচ্ছে খননকারীরা। কিন্তু তাতে কোনভাবেই রক্ষা হচ্ছে না সরকারি বিভিন্ন রাস্তাঘাট।উক্ত এলাকা জনগণের জন্য ব্যবহারযোগ্য রাস্তা গুলো এখন পরিণত হয়েছে খানা খদ্দর ও গর্ত। তাতে করে নানাভাবে ভোগান্তরের শিকার হচ্ছে এলাকার সর্বসাধারণ।
তাতেও ঘুম ভাঙছে না সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের। এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীদের জিজ্ঞাসায় জানা যায় যে দীর্ঘদিন থেকে এই এলাকায় অবৈধ পুকুর খননকারীদের অত্যাচারও নি নিপীড়নে এলাকাবাসী নাভিশ্বাস। কোথাও কোন অভিযোগ দিয়েও কোন সঠিক প্রতিকার পাচ্ছে না বরং খননকারীদের রোষানলে নানাভাবে হয়রানী সহ হেয় প্রতিপন্ন হতে হয় ভুক্তভোগীদের।
এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য এলাকার সকল শ্রেণী পেশা মানুষের এই মুহূর্তে একটাই দাবি অনতি বিলম্বে শীলমারিয়া ইউনিয়নের কৃষি জমিতে চলমান সকল অবৈধ পুকুর খনন বন্ধের মাধ্যমে মানুষের সকল প্রকার দুর্ভোগ পরিত্রাণে কার্যকরী পদক্ষেপ গ্রহন।