আরবিসি ডেস্ক : টাঙ্গাইল শাড়ির পথ ধরে জিআই পণ্যের স্বীকৃতি মিলছে গোপালগঞ্জের রসগোল্লা ও রাজশাহীর মিষ্টি পানের। এছাড়া যশোরের খেজুর গুড়, নরসিংদীর অমৃতসাগর কলা ও লটকনও পাচ্ছে এ স্বীকৃতি। বৃহস্পতিবার এসব পণ্যের গেজেট প্রকাশ হবে বলে জানা গেছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি জানান, টাঙ্গাইলের শাড়ি ছাড়াও গোপালগঞ্জের রসগোল্লা, রাজশাহীর মিষ্টি পান, যশোরের খেজুর গুড় ও নরসিংদীর কলা ও লটকনকে জিআই স্বীকৃতির অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার গেজেট আকারে তা প্রকাশিত হবে বলে আশা করেন তিনি।
বাংলাদেশে বর্তমানে ২১টি জিআই পণ্য রয়েছে। এসবের মধ্যে বগুড়ার দই, জামদানি, ইলিশ মাছ, ঢাকাই মসলিন, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত আম, দিনাজপুরের কাটারিভোগ চাল, কালিজিরা ধান, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, রাজশাহীর সিল্ক অন্যতম।
আরবিসি / ৮ ফেব্রুয়ারী / অর্চনা