আরবিসি ডেস্ক: বিশ্বজুড়ে ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় ভ্যালেন্টাইন সপ্তাহ। এই সপ্তাহে দম্পতি থেকে শুরু করে প্রেমিক-প্রেমিকারা তাদের ভালোবাসার প্রকাশ ঘটান বিভিন্ন উপহার আদান প্রদানের মধ্য দিয়ে।
০৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্র“য়ারি পর্যন্ত চলে ভ্যালেন্টাইন সপ্তাহ। ভালোবাসার বহি:প্রকাশের শুরুটা হয় ‘রোজ ডে’ দিয়ে। যার চূড়ান্ত পরিণতি পায় ভ্যালেন্টাইন ডের মাধ্যমে।
প্রতিবছর ‘রোজ ডে’ উপলক্ষ্যে মানুষ প্রিয়জনদের ফুল উপহার দেয়। ফুল ভালোবাসা এবং øেহের প্রতীকি অর্থ বহন করে। ভিন্ন ভিন্ন রংয়ের ফুল, ভিন্ন ভিন্ন অর্থ বহন করে।
কিছু মানুষ এই দিনে নিজেদের বন্ধুদের ফুল উপহার দেয়। এটা বিশ্বাস করা হয় যে ফুলের প্রতিটি রংই আবেগের প্রতীক। লাল রং যেমন ভালোবাসার প্রতীক।
হলুদ রংকে বন্ধুত্বের প্রতীক হিসেবে মনে করা হয়। তাই হলুদ গোলাপ উপহার দিয়ে আপনি আপনার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারেন।
একই সময়ে, সাদা রং শান্তির প্রতীক। অর্থাৎ, আপনি যদি কারও সঙ্গে আপনার সম্পর্ক উন্নত করতে চান তাহলে তাঁকে সাদা গোলাপ উপহার দিতে পারেন। অনেকেই ফুলের সঙ্গে আবেগপূর্ণ ছোট বার্তা দিয়ে থাকেন। যাতে থাকে অব্যক্ত নানা কথা।
আরবিসি / ৭ ফেব্রুয়ারী / অর্চনা