আরবিসি ডেস্ক : এবার প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের লক্ষ্যে চলা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। আজ বুধবার ৩১ জানুয়ারি চিলি অনূর্ধ্ব-২৩ দলকে ৫-০ গোলে হারিয়েছে লা আলবিসেলেস্তে যুবারা।
এই জয়ে ২০২৪ প্যারিস অলিম্পিকের মূল পর্বে খেলার সম্ভাবনা জোরালো করলো আকাশি-নীল জার্সিধারীরা। চিলির যুবাদের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন থিয়াগো আলমাদা। এছাড়া একটি করে গোল করেন সান্তিয়াগো ক্যাস্ট্রো, অ্যারন কুইরস এবং লুসিয়ানো গন্ডু।
এদিকে ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন আলমাদা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে নিজের জোড়া গোলের পাশাপাশি দলকে ২-০ গোলেও এগিয়ে নেন তিনি। ম্যাচের ৬২ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনার যুবারা, গোল করেন সান্তিয়াগো ক্যাস্ট্রো।
অ্যারন কুইরস এবং লুসিয়ানো গন্ডু আর্জেন্টিনার পক্ষে চতুর্থ এবং পঞ্চম গোলটি করেন। ৩ ম্যাচে আর্জেন্টিনার এটি দ্বিতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে প্যারাগুয়ে।
আরবিসি /৩১ জানুয়ারি / রোজি