নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০তলা শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের একটি অংশের ছাদ ধসের ঘটনায় তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টায় এক সংবাদ সম্মেলনে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এসব তথ্য জানান।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান সরকারকে আহ্বায়ক করে রাজশাহী গণপূর্ত বিভাগের
প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইমরুল হাসানসহ মোট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দমকল বাহিনী, প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী উদ্ধার কাজ শেষ হয়েছে এবং আর কোনো শ্রমিক নিখোঁজ নেই।
আহত শ্রমিকদের খোরপোষসহ চিকিৎসার যাবতীয় ব্যয়ভার ঠিকাদারি প্রতিষ্ঠান বহন করবে মর্মে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাসহ কোন কিশোর শ্রমিককে ভবন নির্মাণের কাজে ব্যবহার না করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন:>> রাবির নির্মাণাধীন ভবন ধসে ৬ শ্রমিক আহত
এছাড়াও আজকের ঘটনা নিয়ে আগামীকাল ৩১ জানুয়ারি ২০২৪ বিকেল ৫ টার মধ্যে প্রধান প্রকৌশলী, সাইড ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে উপ-উপাচার্য (প্রশাসন) এর নিকট রিপোর্ট প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্যের নেতৃত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। যা রাত ৮টা পর্যন্ত অব্যাহত ছিলো। এই সভায় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো: সুলতান-উল- ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো হুমায়ুন কবীর, রেজিস্টার প্রফেসর মোঃ আব্দুস সালাম, ছাত্র উপদেষ্টা প্রফেসর জাহাঙ্গীর আলম সাউথ, প্রক্টর প্রফেসর আসাবুল হক, জনসংযোগ প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে, পরিবহন প্রশাসক অধ্যাপক মোকছেদুল হক, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের প্রকৌশলীবৃন্দ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলের অডিটোরিয়ামের ছাদের সাটারিং ধসে পড়ে। এতে ৯ জন শ্রমিক আহত হয় । তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে ৭ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অন্য ২ জন আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।