নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে ল্যাবরেটরী ডে-২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।
ওরল্যাবস এর আয়োজনে ল্যাবরেটরী ডে এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, রিয়েল এস্টেট এ্যান্ড ডেভেলপার্স এসোসিয়েশন (রেডা) এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী সহ সংশ্লিষ্টরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।