স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। শনিবার (২৭ জানুয়ারি) নগর ভবনে মেয়রের দপ্তরকক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এরপর বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক নেতারা মেয়র খায়রুজ্জামান লিটনের সঙ্গে কথা বলেন।
এ সময় আরইউজের পুনঃনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, আরইউজের পুনঃনির্বাচিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক রিমন রহমান, কোষাধ্যক্ষ সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন শিমুল, নির্বাহী সদস্য আজাহার উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরইউজের সদ্য সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল হক, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, আরইউজের সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আজিজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রাসেল, হাবিবুর রহমান পাপ্পু, মেহেদী হাসান, মোখলেসুর রহমান মুকুল, আফরোজা খান হেলেন, শিরিন সুলতানা কেয়া প্রমুখ।