• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

প্রেমিককে ফিরে পেতে জ্যোতিষীর দ্বারস্থ যুবতী, অতপর…

Reporter Name / ১২১ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

আরবিসি ডেস্ক : সাবেক প্রেমিককে ফিরে পেতে গিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন ভারতের দক্ষিণী রাজ্য কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুরের এক যুবতী। প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর, আবার তাকে জীবনে ফিরে পেতেই ইন্টারনেটে খুঁজে পাওয়া এক জ্যোতিষীর দ্বারস্থ হয়েছিলেন ওই যুবতী। জ্যোতিষী বলেন, ৫০১ রুপি দিয়ে কালোজাদু করে দেবেন। সেই ৫০১ রুপি দিতে গিয়েই মোট ৮ লাখ ২০ হাজার রুপি খুইছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বেঙ্গালুরুর জালাহালির বাসিন্দা বছর পঁচিশের ওই যুবতী ও তার প্রেমিকের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু প্রেমিককে ছাড়তে নারাজ তিনি। বারংবার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা না হওয়ায়, শেষ পর্যন্ত অনলাইনে এক জ্যোতিষীকে খুঁজে পান। আহমেদ নামক ওই জ্যোতিষ জানান, ওই যুবতীর উপরে কালোজাদু করা হয়েছে। এই কালোজাদু তুলতে ৫০১ রুপি লাগবে।

মনে কিছুটা ভয়-সংশয় থাকলেও অনলাইনের ট্রান্সফারের মাধ্যমে ৫০১ রুপি পাঠান যুবতী। এরপরে আহমেদ নামক ওই জ্যোতিষ যুবতী, তার পরিবার ও বন্ধুদের ছবি চান। দিন কয়েক পরেই ওই জ্যোতিষী বলেন, সাবেক প্রেমিককে ফিরে পেতে কালোজাদু করে দেবেন তিনি। এরজন্য ২ লাখ ৪০ হাজার রুপি লাগবে। সেই অর্থও জ্যোতিষী দিয়ে দেন যুবতী।

তারও কয়েক দিন পর ওই জ্যোতিষী আবার ১ লাখ ৭০ হাজার রুপি চান। এবার সন্দেহ হয় যুবতীর। টাকা দিতে অস্বীকার করাতেই জ্যোতিষী তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। ওই যুবতী ও তার প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে আবারও ৪ লাখ ১০ হাজার রুপি পাঠাতে বাধ্য হয় সেই যুবতী।

পরবর্তীতে এই ঘটনা পরিবারের কাছে জানালে যুবতীর মা-বাবা তাকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেয়। এরপরই স্থানীয় জালাহালি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন যুবতী। অভিযুক্ত ওই জ্যোতিষীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরবিসি/২৩ জানুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category