• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

ফের একসঙ্গে শাকিব-অপু

Reporter Name / ১০৬ Time View
Update : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

আরবিসি ডেস্ক : তাদের চলার পথ আলাদা হয়েছে অর্ধ যুগ আগে। একসঙ্গে সিনেমা করা ছেড়েছেন তারও আগে থেকে। তবে দুই তারকার ভক্তরা অপেক্ষায় ছিলেন যে, ফের কবে একসঙ্গে কাজ করবেন প্রাক্তন দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। ফের একসঙ্গে কাজ শুরু করলেন তারা।

তবে কোনো সিনেমায় নয়, একসঙ্গে ব্যবসায়ে নেমেছেন শাকিব-অপু। গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় ‘হারল্যান’-এর নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু। সে সময় নায়িকা বলেন, ‘আমার ওপর শাকিবের আস্থা-ভরসা অনেক বেশি। ও জানে আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব।’

এই খবরে ব্যবসায়ী অপুকে সে সময় শুভকামনা জানান শাকিব। তবে ভক্তরা তখনও আন্দাজ করতে পারেননি অপুর ‘হারলান’ কোম্পানির পরিচালক আসলে আর কেউ নন, শাকিব খান নিজেই। গত শনিবার বিষয়টি পরিষ্কার হয় ভক্তসহ সবার কাছে।

এদিন রিমার্ক ও হারল্যানের আনুষ্ঠানিক ঘোষণায় জানা যায়, এ প্রতিষ্ঠানের পরিচালক পদে রয়েছেন স্বয়ং শাকিব খান। এমন খবর পেয়ে শাকিব-অপু ভক্তরা যখন খুশিতে ভাসছে, ঠিক সেই মুহূর্তে ভক্তদের খুশি আরও বাড়িয়ে দিয়ে শাকিব জানান, এ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূতও তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস।

শাকিব খান গণমাধ্যমে বলেন, ‘শুভেচ্ছাদূত হিসেবে দেশের বিভিন্ন জায়গায় গত এক বছর ধরে রিমার্ক ও হারল্যানের বিভিন্ন স্টোর উদ্বোধন করছে অপু। চলতি বছর রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নিজের বুটিক হাউস ও রেস্টুরেন্টের সঙ্গে একটি হারল্যান স্টোরের মালিকানা নিয়েছে সে।’

এর আগে অপু বিশ্বাসের সিনেমা প্রযোজনাতেও পাশে থাকতে দেখা গেছে শাকিব খানকে। তাতে স্পষ্ট হয়ে উঠেছে, বিবাহিত জীবনে এই দুই তারকা একসঙ্গে না হাঁটলেও বাকি সব পথেই তারা একসঙ্গে হাঁটছেন।

বাংলা চলচ্চিত্রের রেকর্ড সংখ্যক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। সংখ্যাটা প্রায় ৮০। দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে গিয়ে একসময় তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০০৮ সালে গোপনে বিয়েও করেন। দীর্ঘ ৯ বছর লুকিয়ে রাখেন সে খবর।

অবশেষে ২০১৭ সালের এপ্রিলে একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাম খান জয়কে নিয়ে হাজির হন অপু। ফাঁস করেন শাকিবের সঙ্গে তার বিয়ের কথা। এর কয়েক মাস পরই নানা অভিযোগ তুলে অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব। পরবর্তী ৯০ দিনে কোনো মীমাংসা না হওয়ায় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের তালাক কার্যকর হয়ে যায়।

শোনা যায়, ওই সময় আরেক চিত্রনায়িকা তথা দ্বিতীয় প্রাক্তন স্ত্রী শবনম বুবলীর সঙ্গে শাকিবের প্রেম জমে ক্ষীর। সে কথা জানতে পেরেই তড়িঘড়ি সন্তান জয়কে নিয়ে লাইভে আসেন অপু। কিন্তু সংসার টেকাতে পারেননি। ডিভোর্সের বহুবারই সন্তানের খাতিরে দেখা হয়েছে তাদের। এবার একসঙ্গে করছেন ব্যবসা।

আরবিসি/২২ জানুয়ারি/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category