• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

ছিনতাইয়ের কবলে নারী কনস্টেবল, ঢাবি শিক্ষার্থী ‍আটক

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

আরবিসি ডেস্ক : স্বজন নিয়ে ঘুরতে গিয়ে টাকা ছিনতাই ও শ্লীলতাহানির শিকার হয়েছেন এক নারী পুলিশ কনস্টেবল।
রবিবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জেসমিন আক্তারের সঙ্গে এ ঘটনা ঘটে।
জেসমিন বর্তমানে গোপালগঞ্জে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

কনস্টেবল জেসমিন আক্তার বলেন, গত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে তার স্বজনের সঙ্গে ঘুরতে গেলে ঢাবির একদল যুবক তাদের উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে ওই শিক্ষার্থীরা তাদের মারধর করে সঙ্গে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তখন আমি পেশাগত পরিচয় দিলেও তারা না শুনলে আমি একজনকে হাতেনাতে ধরে নিকটস্থ শাহবাগ থানায় নিয়ে যাই। পরে জানতে পারি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আজহার হোসেন। পরবর্তীতে আজ সকালে আমি এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, জেসমিন আক্তার একজনকে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করলে আমরা ওই শিক্ষার্থীকে আটক করি।

ওসি বলেন, আটককৃত আজহারের কাছ থেকে জড়িতদের নাম জানতে পেরেছি। তারা হলেন-মিউজিক বিভাগের শিক্ষার্থী মোর্তজা হাসান খান, ইতিহাস বিভাগের শিক্ষার্থী তৌফিফ আজীম, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী রিয়াদ হোসেন। তারা সবাই ঢাবির ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। এদের সকলকেই আইনের আওতায় আনা হবে।

আরবিসি/২২ জানুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category