স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, (আইইবি) রাজশাহী কেন্দ্র। মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল ১০ টায় প্রকৌশলীরা আইইবি রাজশাহী চত্ত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। পরে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করেন নেতৃবৃন্দ। পরে সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে শোক র্যালী বের করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী নিজামুল হক সরকার, ভাইস- চেয়ারম্যান (প্রসাশন) প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সম্মানী সম্পাদক প্রকৌশলী নাজমূল হুদা, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, রাজশাহীর সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিক রহমানসহ আইইবি রাজশাহী কেন্দ্রের শতাধিক প্রকৌশলী।
আরবিসি/১৫ আগস্ট/ রোজি