আরবিসি ডেস্ক : বায়ুদূষণে শুক্রবার ঢাকার স্থান তৃতীয়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর সকাল ১০টায় ছিল ১৫৮। এ বায়ু অস্বাস্থ্যকর। আজ বিশ্বের ১০০টি শহরের মধ্যে বায়ুদূষণে প্রথম অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির স্কোর ১৬৯।
দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৬৪। চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা ও চীনের উহান। শহর দুটির স্কোর যথাক্রমে ১৫৭ ও ১৫৩।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
একিউআই ইনডেক্সে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
আরবিসি/১৯ মে/ রোজি