স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৮০ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। শনিবার রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালানো হয়।
এ সময় ৮০ যাত্রীর কাছ থেকে ৬১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন পর্যন্ত ট্রেন পরিদর্শন ও টিকেট চেকিং কার্যক্রম চালানো হয়। এতে ৮০ জন টিকিটবিহীন যাত্রী পাওয়া যায়। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ ৬১ হাজার ৮০০ টাকা আদায় করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।
আরবিসি/২৯ এপ্রিল/ রোজি