• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

রাজশাহীতে শব্দ সচেতনতা দিবস উদযাপন

Reporter Name / ৯৫ Time View
Update : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘শব্দদূষণ নিয়ন্ত্রণের সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র আওতায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ্।
এর আগে, সুরক্ষিত শ্রবণ সুরক্ষিত জীবন- প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এএনএম মঈনুল ইসলাম, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক ও ডিবি) সামসুন নাহার, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (অপরাধ ব্যবস্থাপনা) মো. আব্দুস সালাম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের (বগুড়া) পরিচালক মুহা. আহসান হাবিব। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের (বগুড়া) উপ-পরিচালক মো. মেসবাবুল আলম।
আলোচনা সভায় মানবদেহে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ডা. মোহা. আসাদুর রহমান।

রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাদরুল ইসলাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক আলমগীর হোসেন, রাজশাহী জেলা ট্রাক মালিক গ্ৰুপের সভাপতি রবিউল ইসলাম সরদার, বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক আব্দুল খালেক।

আরবিসি/২৬ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category