• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

তানোর-গোদাগাড়ীতে রাব্বানীর শোডাউন

Reporter Name / ১২৭ Time View
Update : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার : আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস বাকী। সরকারী দলের সাংসদ সহ অনেক মনোনয়ন প্রত্যাশী নেতারা মাঠ গোছাতে নেমে পড়েছেন। তবে প্রধান বিরোধী দল বিএনপি নেতারা নিরব ভূমিকায় রয়েছেন।
রাজশাহী-১ তানোর-গোদাগাড়ীর সংসদীয় আসন ৫২। এ আসনে তিন বারের নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য রয়েছেন ওমর ফারুক চৌধুরী।

তাঁর পাশাপাশি তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় ২০১৪ সালের সংসদ নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন গোলাম রাব্বানী। তবে সেবছর ওমর ফারুক চৌধুরী পুনরায় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারও বেশ জোরেসোরে মাঠ গোছানো শুরু করেছেন গোলাম রাব্বানী। গোলাম রাব্বানী তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র।

ধারাবাহিকতায় বুধবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত প্রায় মোটর বাইকের বিশাল বহর নিয়ে তানোর-গোদাগাড়ীতে বড় রকমের শোডাউন করেছেন। কয়েকটি পথসভা করে মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়েছেন গোলাম রাব্বানী।

বুধবার সকাল ৯টা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় হতে নেতাকর্মীররা মোটরসাইকেল নিয়ে তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা ভবনের সামনে উপস্থিত হন। সেখানে হতে তানোর গোলাপাড়া হাটের মাঠে পথ সভা করেন। এরপর চান্দুরিয়া হতে গোদাগাড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরমংলায় একটি পথসভা করেন। পুনরাই শোডাউন মুন্ডুমালা বাজারে এসে শেষ হয়।

এমপি মনোয়ন প্রত্যাশী রাব্বানীর মোটরবাইকের বহরে ছিলেন মুন্ডুমালা পৌর সভার মেয়র সাইদুর রহমান তানোর পৌর মেয়র ইমরুল হক ও কাকনহাট পৌর মেয়র আতাউর রহমান সহ দুই উপজেলার কয়েক হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ও সমার্থক।

মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান বলেন, গোলাম রাব্বানী একজন ক্লিন এমেজের মানুষ। সবার কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। প্রধানমন্ত্রী এমন ক্লিন এমেজের ব্যাক্তি আগামী নির্বাচনের মনোনয়ন দিবেন এটাই সবার প্রত্যাশা।

মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানী বলেন, আমরা শত বছরের রাজনৈতি পরিবারের সদস্য। আমি ২০ বছর জনপ্রতিনিধিত্ব করেছি। টানা ১৮ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলাম। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে আমার বেশ সুনাম রয়েছে। তাই দলের কাছে আমার আশা রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনে আমাকে মানোনয়ন দিলে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীকে আসনটি উপহার দিতে পারবো ইনশাল্লাহ।

আরবিসি/২৬ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category