• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

বাগমারায় ক্বিরাত প্রতিযোগিতা শুরু, অংশ নিচ্ছে ৩৫০ প্রতিযোগী

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের মত এবারো রাজশাহীর বাগমারায় শুরু হলো সালেহা ইমারত ক্বিরাত প্রতিযোগিতা। শনিবার রাজশাহীর বাগমারার ভাবনীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী-০৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।

ইসলামী জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ সময় ধরে রাজশাহীর বাগমারায় ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করে চলেছে সালেহা ইমারত ফাউন্ডেশন। প্রতি রমজান মাসে এই প্রতিযোগিতার আয়োজন করছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম, মাহমুদ হাসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। ক্বিরাত প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ গ্রহণ করেন ১০২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন প্রতিযোগী। ‘ক’ এবং ‘খ’ দুই গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে এই ক্বিরাত প্রতিযোগিতা। ‘ক’ গ্রুপে অংশগ্রহণ করছেঁ ০৬-১৩ বছর বয়সের শিক্ষার্থীরা এবং ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করছে ১৩ থেকে ১৬ বছর বয়সের শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, উভয় গ্রুপের নির্বাচিতদের নিয়ে পরবর্তী রাউন্ড এবং চূড়ান্ত পর্বের মধ্য দিয়েন শেষ হবে সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।

আরবিসি/০১ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category