• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

মেট্রোরেলের প্রথম পর্বের সব স্টেশন চালু

Reporter Name / ৮১ Time View
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

আরবিসি ডেস্ক : শেওড়াপাড়া আর উত্তরা মধ্য স্টেশন চালু করে মেট্রোরেলের প্রথম পর্বের ৯টি স্টেশনই খুলে দেয়া হলো। শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় চালু হয় বাকি এ দুটি স্টেশন। এখন থেকে সব কটি স্টেশনেই থামবে মেট্রোরেল।

এছাড়া আগামী ৫ এপ্রিল শুরু হবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলাচল আর ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে জুলাই থেকে।

ডিসেম্বরে সীমিত পরিসরে এ স্বপ্নযাত্রা শুরুর পর থেকেই বাড়ছে মেট্রোরেলের পরিধি। দুটি দিয়ে যাত্রা শুরু করলেও এখন প্রথম পর্বের ৯টি স্টেশনই সচল হলো। এতে যাত্রীরা আধুনিক এ যাতায়াত সুবিধার সেবা নিতে পারবেন সব স্টেশন থেকেই।

স্টেশন দুটির উদ্বোধন ঘিরে এদিন সকাল থেকেই নিজেদের সকল প্রস্তুতি সম্পন্ন করে যাত্রীর অপেক্ষায় ছিলো মেট্রোরেল কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকেই একে একে আসতে শুরু করেন যাত্রীরা। অনেকেই টিকিট কাটেন ম্যানুয়াল পদ্ধতিতে। আবার অনেকের পছন্দ স্বয়ংক্রিয় মেশিন। কোনো ঝামেলা ছাড়াই টিকিট সংগ্রহ করে মেট্রোতে চাপেন যাত্রীরা।

ঘর থেকে দুই পা ফেলেই মেট্রোরেলে চড়তে পেরে আনন্দ প্রকাশ করেন স্টেশন দুটির আশপাশের বাসিন্দারা। পাশাপাশি খুব দ্রুত মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চালু হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন নগরবাসী।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ আগেই বলেছিল, মার্চে প্রথম পর্ব অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও অংশের নটি স্টেশনই চালুর পরিকল্পনা তাদের। সেই হিসেবে ৩১ মার্চ শুক্রবার চালু হলো এ পথের শেষ দুটি স্টেশন–শেওড়াপাড়া আর উত্তরা মধ্য স্টেশন। চলবে যথারীতি সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বর্তমানে মেট্রোরেল সেবা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে মেট্রোরেল সেবা প্রতিদিন চার ঘণ্টার জন্য চালু থাকছে। যাত্রীরা কীভাবে গণপরিবহনের নতুন পদ্ধতিতে অভ্যস্ত হয়, তার ওপর নির্ভর করে সময় বাড়ানো হবে।

এদিকে এবারই প্রথম সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এমআরটি। আগামী ৫ এপ্রিল শুরু হবে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মেট্রোরেল চলাচল। এরই ধারাবাহিকতায় জুলাই নাগাদ সকাল থেকে রাত পূর্ণ শিডিউলে মেট্রোরেল চলাচল করবে। এতে যাত্রীরা আধুনিক এ যাতায়াত সুবিধা আরও বেশি সময় ধরে পাবেন।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভালো অভিজ্ঞতা পেয়ে ডিএমটিসিএল ৫ এপ্রিল থেকে মেট্রোরেল ৬ ঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কর্তৃপক্ষের দেয়া তথ্য বলছে, ২৯ মার্চ পর্যন্ত মেট্রোরেলে যাত্রী পরিবহন হয়েছে ১০ লাখ ৭৭ হাজার, যা থেকে আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। পরিচালনা ব্যয় ৭ কোটি ৩৩ লাখ টাকা, যার বেশির ভাগ বিদ্যুৎ বিল।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

তিনি শহরের উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।

আরবিসি/৩১ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category