স্টাফ রিপোর্টার : মোটরবাইক চলাচলে নতুন নীতিমালার বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাইকার্স ক্লাবের সদস্যরা। আজ শুক্রবার সকাল ১০টায় রাজশাহী নগরীর অলোকার মোড়ে এ কর্মসূচিতে তিন শতাধিক বাইকার্স অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, বাইকার্স তরিকুল ইসলাম, মুকুল হোসেন, হেলাল উদ্দিন প্রমুখ।
নতুন নীতিমালাকে অযৌক্তিক দাবি করে আন্দোলনকারীরা বলেন, সরকার যে নীতিমালা প্রনয়ন করতে যাচ্ছে, সেখানে বাইকার্সদের কোনো মতামত নেওয়া হয়নি। নীতিমালা করতে হলে সরকারকে কমিটি করে করতে হবে। সেখানে বাইকার্স অ্যাসোশিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সমন্বয় থাকতে হবে। তাদের মতামত নিতে হবে।
পদ্মা সেতু এবং কর্ণফূলি টানেলেও মোটরবাইক চালানোর অনুমতি দিতে হবে দাবি করেন বাইকার্সরা আরও বলেন, মোটরাসাইকেল রেজিষ্ট্রেশন করার সময় দুইজন চলার কথা বলা থাকে। কিন্তু মহাসড়কে মাত্র একজন মোটরসেইকেলে উঠতে পারবে, এটা কোন ধরনের নীতিমালা।
আরবিসি /১০ মার্চ/ রোজি