• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

রাজশাহী বোর্ডে এসএসসির ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ২৪ শিক্ষার্থী

Reporter Name / ২৬০ Time View
Update : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২৪ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। যারা আগের ফলাফলে অকৃতকার্য হয়েছিলেন। তবে নতুন করে কেউ জিপিএ-৫ পাননি। শুক্রবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ১৩ হাজার ৯১৪ শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করে। এতে ফল পরিবর্তন হয়েছে ৮৬ শিক্ষার্থীর। তবে এবার ফেল থেকে কেউ জিপিএ-৫ পাননি।

চলতি বছরের রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ১ লাখ ২৯ হাজার ২৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ২১ হাজার ৮৫৫ শিক্ষার্থী। কাঙ্খিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা গত ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।

আরবিসি/১০ মার্চ/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category