আরবিসি ডেস্ক: রাজধানীর সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে (নম্বর ১৮০/১ ভবন) বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগ এনে একটি মামলা হয়েছে।
পুলিশ বাদী হয়ে করা এ মামলায় অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এর আগে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দুইটি মামলা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগ এনে বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে মামলাটি করে।
ওসি বলেন, গত বুধবার (৮ মার্চ) পুলিশ বাদী হয়ে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছিল।
এদিকে, বংশাল থানা সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ভবনের গ্যাস সংযোগ, নকশাসহ কী কী গাফেলতি রয়েছে। এ বিস্ফোরণে ভবন মালিকসহ সংশ্লিষ্টদের কোনো দায় আছে কিনা? মুলত এসব অবহেলাজনিত বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
আরবিসি/১০ মার্চ/ রোজি