• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন

রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী সুুইট বিদেশি পিস্তলসহ গ্রেফতার

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার : বিদেশি পিস্তলসহ রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী সারোয়ার জামান সুইটকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, একটি অত্যাধুনিক চাকু ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর উপরভদ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সুইট রাজশাহী মহানগরীর উপরভদ্রা এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে।

বৃহস্পতিবার রাজশাহী র‌্যাব সদর দফতরের অপারেশন কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুইট রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী। সন্ত্রাস জগতের এমন কোনো কাজ নেই যা সে করেনি। তার নামে একাধারে ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাই মামলাসহ বিভিন্ন ধরনের ১৩টি মামলা রয়েছে। এলাকার লোকজন তার কর্মকাণ্ডে অতিষ্ঠ ও ভীতসন্ত্রস্ত হয়ে থাকেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে কারাগারে ছিলো সুইট। সম্প্রতি জামিনে তিনি বেরিয়ে অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছিলো। এ ঘটনায় রাতেই মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার রাতে সুইটের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় সুইটের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি টিপ চাকু এবং এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইট বিভিন্ন অপকর্মে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরবিসি/০৯ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category