আরবিসি ডেস্ক : বাবর আজমের সেঞ্চুরিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রানের রেকর্ড গড়েছে পেশোয়ার জালমি।
পিএসএলের ৮ আসরের ইতিহাসে রেকর্ড চতুর্থ সর্বোচ্চ ২৪০ রানের পাহাড় গড়েছে পেশোয়ার।
২০২১ সালে পেশোয়ার জালমির বিপক্ষে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খাজার ৫৬ বলের ১০৫ রানের ইনিংসের সুবাদে পিএসএলে রেকর্ড সর্বোচ্চ ২৪৭ রান করে ইসলামাবাদ ইউনাইটেড।
গত আসরে মুলতান সুলতান্স দ্বিতীয় সর্বোচ্চ ২৪৫ রান করে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে।
গত ২৬ ফেব্রুয়ারি লাহোর কালান্দার্স ২৪১ রান করে পেশোয়ার জালমির বিপক্ষে।
বুধবার কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে পিএসএলের ২৫তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৪০ রানের পাহাড় গড়ে পেশোয়ার।
দলের হয়ে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে খেলা শেষ হওয়ার পাঁচ বল আগে আউট হওয়ার আগে ৬৫ বলে ১৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১১৫ রান করেন অধিনায়ক বাবর আজম। ৩৪ বলে ৬টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৪ রান করেন সায়েম আয়ুব। ১৮ বলে ৩টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেন রোভম্যান পাওয়েল।
আরবিসি/০৮ মার্চ/ রোজি