আরবিসি ডেস্ক : রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় ১১ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
দগ্ধরা হলেন- মো. হাসান (৩২), ইয়াছিন (২৬), মুসা (৪৫) খলিল (৩৬) আজম (৩৬) উলি শিকদার (৫৫) আল আমিন (২৫) বাচ্চু মিয়া (৫৫) ও মোস্তফা (৫০)।
মঙ্গলবার (৭ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন, বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, সিদ্দিক বাজারের ঘটনায় বিকাল থেকে রাত পর্যন্ত ১১ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। এর মধ্যে হাসানের ১২ শতাংশ, ইয়াসিনের ৫০ শতাংশ, সুমার ৯৪ শতাংশ, খলিলের ৮ শতাংশ, আজমের ৮০ শতাংশ, উলি শিকদারের ২০ শতাংশ, আলআমিনের ১৫ শতাংশ, বাচ্চু মিয়ার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে মোস্তফার কিছুটা দগ্ধসহ অন্য ইনজুরি আছে। এদের চারজনের অবস্থা গুরুতর। ইয়াসিন ও হাসানকে আইসিইউতে নেওয়া হয়েছে।
আজ বিকেলে সিদ্দিক বাজারে বিস্ফোরণে রাত ১০টা পর্যন্ত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরবিসি/০৮ মার্চ/ রোজি