• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

আরও দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

Reporter Name / ১০৩ Time View
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩

আরবিসি ডেস্ক : রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের একদিন পর উদ্ধার দুই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান বলেন, সিদ্দিকবাজারের ঘটনায় আজ দুটি মরদেহ উদ্ধার হয়। দুটি মরদেহ শনাক্ত করেছেন তার স্বজনরা। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, গতকাল ১৭টি মরদেহ হস্তান্তর করা হয়েছিল। আজ দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে। মোট ১৯টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকেলের দিকে বিস্ফোরণটি ঘটে। এতে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস বলেছে, যতক্ষণ নিখোঁজের অভিযোগ থাকবে, ততক্ষণ অভিযান চলবে।

আরবিসি/০৮ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category