• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
কারিতাস আলোকিত শিশু প্রকল্পের শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা রাণা দাশগুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ রাজশাহীতে খানকাহ শরীফে লুটপাট,ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার-সংকটে ভারতীয় বিদ্যুতের ১০০ কোটির বকেয়া পরিশোধে হিমশিম বাংলাদেশ ছয়দিন পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু দুই ভাইকে কুপিয়ে হত্যা: বাবা-ছেলেসহ গ্রেফতার ৩ আল্লাহ তোমার বিচার তুমি করো: পরীমণি রাঙ্গামাটিতে ৩ উপদেষ্টা, পরিস্থিতি নিয়ে চলছে বৈঠক ক্যাচ মিসের মহড়া বাংলাদেশের, ৪৩২ রানের লিড নিয়ে বিরতিতে ভারত ৬ ঘণ্টা বসিয়ে রেখে ভোরে মদিনা-ঢাকা ফ্লাইট বাতিল করল বিমান, আড়াইশ যাত্রীর ভোগান্তি

রাজশাহীতে একসঙ্গে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

Reporter Name / ৩৯৯ Time View
Update : সোমবার, ৬ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার : পারিবারিক কলহের জের ধরে একসঙ্গে বিষপান করে রাজশাহীতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে স্ত্রী ও আজ সোমবার বেলা ১০ টার দিকে স্বামীর মৃত্যু হয়।

নিহত স্বামীর নাম সজল (২২) ও তার স্ত্রীর নাম রোজিনা (২০)। তাদের বাড়ি রাজশাহী নগরীর উপকষ্ঠ শাহমখদুম থানাধিন বড়বড়িয়া (মিয়াপাড়া) গ্রামে। তাদের তিন বছরের একটি সন্তান রয়েছে। মৃত্যুর খবর পেয়ে সোমবার নগরীর শাহমখদুম থানা পুলিশ হাসপাতাল থেকে দম্পতির লাশ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সজল তার পিতা সোহেলের সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। রবিবার সন্ধ্যায় পিতা সোহেলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে সজলের ঝগড়া হয়। এরপর রাতে ঘরে থাকা কীটনাশক একসঙ্গে পান করেন স্বামী-স্ত্রী। খবর পেয়ে পরিবারের লোকজন রাতেই গুরুতর অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতেই স্ত্রী রোজিনার মৃত্যু হয়। আর সোমবার বেলা ১০ টার দিকে স্বামী সজলও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ঘটনায় ওই গ্রামের শোকের ছাড়ায় নেমে এসেছে। তবে কি নিয়ে ঝগড়া হয়েছিলো তা কেউ বলতে পারছেন না। নগরীর শাহমখদুম থানা পুলিশ জানায়, ঘটনা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবিসি/ ০৬ মার্চ / রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category