• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

নগরীতে রাজপাড়া থানা আ’লীগের শান্তি সমাবেশ

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ৪ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার : বিএনপি’র দেশবিরোধী ষড়যন্ত্র, অপরাজনীতি, চক্রান্ত ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের রাজপাড়া থানা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকেলে নগরীর লক্ষিপুর মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন। রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বাবু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে আমাদের এই দেশ। কিন্তু আমরা বরাবরই লক্ষ্য করি, নির্বাচন সামনে এলেই বিএনপি’র এই অপকর্ম শুরু হয়ে যায়। তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে দিশেহারা হয়ে পড়ে, জনগণকে বিভ্রান্ত করতে চায়। দেশব্যাপী বিএনপি যে অপরাজনীতি করছে তা প্রতিহত করতে সকলকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, বিএনপি’র ষড়যন্ত্র ও চক্রান্ত রুখতে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে। সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড পাড়া-মহল্লার মানুষদের সামনে তুলে ধরতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, প্রচার দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য জহির উদ্দিন তেতু, শাহাব উদ্দিন, আব্দুস সালাম, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, বাদশা শেখ, জয়নাল আবেদীন চাঁদ, থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ্ মখদুম থানার সাধারণ সম্পদাক শাহাদত আলী শাহু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডাঃ মনন কান্তি দাস সহ নেতৃবৃন্দ।

আরবিসি/০৪ মার্চ/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category