• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন

রামেক হাসপাতালে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু

Reporter Name / ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূর নাম ফরিদা বেগম (২৫)। বুধবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ফরিদা বেগম নওগাঁ জেলার মান্দা উপজেলার চকচোঁয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

এ নিয়ে গত দুই মাসে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ছয়জনের মৃত্যু হলো। বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও পাঁচ রোগী চিকিৎসাধীন আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফএম শামীম আহমেদ জানান, বেশ কিছু আগে ফরিদাসহ তাঁর শ্বশুরবাড়ির লোকজন খেজুরের কাঁচা রস পান করেন। রস পানের কয়েক দিনের মধ্যে ওই গৃহবধূর শ্বশুর জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে গত ২২ ফেব্রুয়ারি ব্রেনে প্রদাহ নিয়ে ফরিদা বেগম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে আইসিইউ ভেনটিলেশনে রাখা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। ২৮ ফেব্রুয়ারি নমুনা টেস্টে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর। নিপাহ ভাইরাস শনাক্তের পর তাকে হাসপাতালের স্পেশালাইজড নিপাহ আইসিউইতে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই বুধবার রাতে তিনি মারা যান। ফরিদা বেগমের শাশুড়ি জর ও শ্বাসকষ্ট নিয়ে এখনো রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে গত দুই মাসে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকেই খেজুরের কাঁচা রস পান করেছিলেন। প্রত্যেকেই জ্বরের মতো সাধারণ লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক বলেন, অসচেতনতার কারণে নিপাহ ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছেন। খেজুরের কাঁচা রস পানের বিষয়ে সতর্ক হতে হবে। তবে রস ফুটিয়ে পান করলে কোনো সমস্যা নেই।

আরবিসি/০২ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category