• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
তানোরে স্থানীয়দের তৎপরতায় জলাশয় ভরাটের মাটি ফেলা বন্ধ রাজশাহীতে কসমিকা ডিসট্রিবিউশন অফিসে দূর্ধর্ষ ডাকাতি কারিতাস আলোকিত শিশু প্রকল্পের শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা রাণা দাশগুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ রাজশাহীতে খানকাহ শরীফে লুটপাট,ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার-সংকটে ভারতীয় বিদ্যুতের ১০০ কোটির বকেয়া পরিশোধে হিমশিম বাংলাদেশ ছয়দিন পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু দুই ভাইকে কুপিয়ে হত্যা: বাবা-ছেলেসহ গ্রেফতার ৩ আল্লাহ তোমার বিচার তুমি করো: পরীমণি রাঙ্গামাটিতে ৩ উপদেষ্টা, পরিস্থিতি নিয়ে চলছে বৈঠক

রাজশাহীতে বাস্তবায়ন হচ্ছে নারী গৃহকর্মীদের ক্ষমতায়ন প্রকল্প

Reporter Name / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার : গৃহকর্মে নিয়োজিত নারী কর্মীদের ক্ষমতায়নে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে রাজশাহীতে। প্রাথমিকভাবে রাজশাহী নগরীর চারটি ওয়ার্ডে গৃহকর্মীদের সচেতনতা ও সুরক্ষা রিশ্চিতে এ প্রকল্প শুরু করেছে রাজশাহী ভিত্তিক বেসরকারী সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রকল্প অবহিতকরণ সভা। এতে বলা হয়, বাংলাদেশের শাসন ও উন্নয়ন প্রক্রিয়াকে প্রভাবিত ও ত্বরান্বিত করতে প্রান্তিক পর্যায়ের নারীদের অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক পেশার ক্ষমতায়নে কর্মসূচিটি বাস্তবায়ন হলে এটি হবে গুরুত্বপূর্ণ।

রাজশাহীর অতিরিক্তি জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আনিসুল ইসলামের সভাপত্বিতে প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় বিশেষ অতিথি হিসেবে অক্সফ্যাম ইন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার মো. ইউসুফ।

প্রকল্প অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্যে এসিডি নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার বলেন, গৃহকর্মে নিয়োজিত নারী কর্মীদের ক্ষমতায়ন এবং লৈঙ্গিক সমতার প্রতি সংবেদনশীলতা নিশ্চিত করতে সরকারী প্রতিষ্ঠানসমূহের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখার পাশাপাশি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান এবং নিয়োগকর্তার সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হবে।
প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী ইসলাম পায়েল। পাশাপাশি গৃহকর্মে নিয়োজিত নারী কর্মীদের অবস্থান নিরূপণ’ সমীক্ষার ফলাফল উপস্থাপন করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ।

প্রধান অতিথি রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন রাজশাহীর সামাজিক-সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে, বাস্তবায়িত প্রকল্পটি বৈষম্যমূলক প্রথা মোকাবেলায় ভূমিকা রাখবে এ প্রকল্প। তিনি আরো বলেন, নারীদের কাজের গতিশীলতা এবং নেতৃত্ব উন্নয়নের মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিতে সমাজের মূলধারার মানুষকে এগিয়ে আসতে হবে। আলোচনা পর্বে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার জেসমিন আকতার, রাজশাহী বিভাগীয় শ্রম দফতরের সহকারি পরিচালক মোহাম্মদ ে মিজানুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোহা. আলম আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর শহিদুল ইসলাম, তৌহিদুল হক সুমন, রাজশাহী ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোহতারেমা আশরাফি খানম, সাইবার ট্রাবুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইসমত আরা প্রমুখ বক্তব্য রাখেন।

আরবিসি/০২ মার্চ/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category