• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

চীনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ইউক্রেনের

Reporter Name / ৬৯ Time View
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

আরবিসি ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তির দিন গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ১২ দফার শান্তি প্রস্তাব দেয় এশিয়ার প্রভাবশালী দেশ চীন। তারা যুদ্ধবিরতি এবং রাশিয়ার ওপর ‘একতরফা’ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আহ্বান জানায়।

তবে চীন শান্তি প্রস্তাব দেওয়ার একদিন পরই তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক শনিবার টুইটে প্রস্তাব প্রত্যাখান করে বলেছেন, যদি আপনি নিজেকে গ্লোবাল প্লেয়ার হিসেবে দাবি করেন, তাহলে আপনি অবাস্তব প্রস্তাব দিতে পারেন না। যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং যুদ্ধে হারবে তার ওপর বাজি ধরতে পারেন না। এটি দূরদৃষ্টিসম্পন্ন না। যে কয়েক দশক ধরে পরিকল্পনা করেছে সে (রাশিয়া) তিন দিনের খেলা খেলে না। চীন, সুযোগ অন্তহীন না ‘

নিজেদের শান্তি প্রস্তাবে পারমাণবিক যুদ্ধ এড়ানোর আহ্বান জানিয়েছে চীন। এছাড়া ইউক্রেনের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার কথাও বলেছে দেশটি।

এছাড়া পশ্চিমা দেশগুলোও বলেছে, চীন যে শান্তি প্রস্তাবের কথা বলেছে, সেটিতে নতুনত্ব কিছু নেই। এর বদলে গত এক বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের যে অবস্থান ছিল সেটিরই পুনরাবৃত্তি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পরোক্ষভাবে চীনের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার সংবাদমাধ্যম এবিসির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ প্রস্তাবকে স্বাগত জানাচ্ছেন। তাহলে এটি কিভাবে ভালো হতে পারে?’

‘আমি ওই প্রস্তাবে এমন কিছু দেখিনি, যেটি রাশিয়া ছাড়া অন্য কোনো পক্ষের জন্য লাভজনক হবে।’

চীন বর্তমানে রাশিয়ার পক্ষেই অবস্থান করছে। সংবাদমাধ্যম বিবিসির আন্তর্জাতিক বিষয়াবলী সম্পাদক জন সিম্পসন বলেছেন, চীন পুতিনের ‘মুখ বাঁচানোর জন্য’ একটি শান্তি চুক্তি খুঁজে বের করবে।

এছাড়া সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গও চীনের শান্তি প্রস্তাব নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘চীনের শান্তি প্রস্তাবে জড়িত হওয়ার খুব বেশি অধিকার নেই। কারণ তারা ইউক্রেনের অবৈধ আক্রমণের সমালোচনা করতে পারেনি।’

আরবিসি/২৫ ফেব্রুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category