স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (রুয়েট) পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে এই দুটি বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
এর আগে রাবিতে রাত ১২টা ০১ মিনিটে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে সকাল ৭টা থেকে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট, রাবি শিক্ষক সমিতি, রাবি স্কুল এন্ড কলেজ ও শেখ রাসেল মডেল স্কুলসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরী করে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
এদিন সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে শিশুদের চিত্রাঙ্কন ও হস্তলিপি প্রতিযোগিতা উদ্বোধন করেন উপাচার্য। পুরস্কার প্রদান করেন উপাচার্য পত্নী অধ্যাপক তানজিমা ইয়াসমিন। রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ০১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুয়েট প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
আরবিসি/২১ ফেব্রুয়ারি/ রোজি