• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার : সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাধেকাদ মিলে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়ে চারঘাট-বাঘার সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম বলেছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে উন্নয়নের কথা তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হলে নৌকার গনজোয়ার সৃষ্টি করতে হবে। এজন্য সব ধরণের ভেদাভেদ ভুলে ঐক্যের কোন বিকল্প নেই।

সোমবার রাত আটটার দিকে অনুষ্ঠিত রাজশাহীর চারঘাট উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিকেশনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের ক্ষমতাকালে শিক্ষা, স্বাস্থ্যসহ সব ধরণের প্রতিষ্ঠানে লেগেছে উন্নয়নের ছোয়া। উন্নয়নের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নীল দেশ হিসেবে স্বিকৃত। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক দিক থেকে মালয়েশিয়া, পাকিস্থান, ভারত , শ্রীলঙ্কার মত দেশকে পেছনে ফেলে বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উচ্চু করে রেখেছে। আর এটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারনে।
আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের এবং ৪১ সালে হবে উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় নয়, কাজে বিশ্বাসী। তাই তো ২০২৩ সালে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। এছাড়া ৪১ সালে উন্নয়নশীল দেশ গড়তে অবিরাম কাজ করে চলেছেন।

এ জন্য উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত সব সময় দেশের মধ্যে এবং বাইরে বিশৃঙ্খলা করার চেষ্টা অব্যহত রেখেছে। এসব বাধাগ্রস্থকারীদের দাত ভাঙ্গা জবাব দিতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। দলের স্বার্থে সব কিছু ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে গনজোয়ার তৈরী করুন।

সদর ইউনিয়ন আওয়ামীলীগের বিদায়ী সভাপতি আফতাব উদ্দীন সরকারের সভাপতিত্বে পরানপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র একরামুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের বিদায়ী সম্পাদক সদর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি প্রমুখ।
সব শেষে সভাপতি হিসেবে ফয়সাল হক চন্দন ও সাধারন সম্পাদক হিসেবে হাফিজুর রহমান পিকলুর নাম ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহরিয়ার আলম এমপি।

আরবিসি/২০ ফেব্রুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category