• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

দুষ্টু বাচ্চাদের লিডার মিথিলা

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

আরবিসি ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা; যিনি মিথিলা নামেই সমধিক পরিচিত। দীর্ঘ ক্যারিয়ারে অনেক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তার অভিনীত অনেক চরিত্রই হয়েছে জনপ্রিয়। তবে এবার তার প্রথম শিশুতোষ সিনেমায় অভিনয়।

সম্প্রতি শিশুতোষ সিনেমাতে দুষ্টু বাচ্চাদের লিডার নেলী খালা চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ সিনেমায় অভিনয় আরও করছেন চিত্রনায়ক ইমন। শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালনা করছেন লুবনা শারমিন। বর্তমানে এফডিসিতে সিনেমার শেষ ভাগের শুটিং চলছে। দ্রুত কাজ শেষ করে চলতি বছরেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।

‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ সিনেমায় নেলী খালা চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে মিথিলা বলেন, সবাই জানে আমি শিশুদের নিয়ে কাজ করি। ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে রয়েছি। এ বিষয়ে পিএইচডিও করছি। তাই শিশু-কিশোরদের নিয়ে তৈরি এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়া। আর একটি কারণ আছে, সেটি হলো, সিনেমাটি তৈরি হচ্ছে শাহরিয়ার কবিরের বিখ্যাত উপন্যাস থেকে।

নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘সিনেমাটি মূলত শিশু-কিশোরদের নিয়ে। তারাই এ সিনেমার মূল চরিত্র। নেলী খালা হয়ে আমি তাদের সঙ্গ দিয়েছি। নেলী খালা আসলে দুষ্টু বাচ্চাদের লিডার। অনেক ভার্সেটাইল, একসঙ্গে অনেক ধরনের কাজ করে সে। দৃঢ়প্রতিজ্ঞ একজন মানুষ। ব্যক্তিগতভাবে আমিও দৃঢ়চেতা, মানসিকভাবে শক্তিশালী। সে হিসেবে চরিত্রটা আমার সঙ্গে যায়। পরিচালকও বিশ্বাস করেছেন এ চরিত্রটা আমি ঠিকঠাক করতে পারব।’ উপন্যাসের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলাটা অনেক চ্যালেঞ্জিং মনে করেন মিথিলা। তবে নিজের সর্বোচ্চ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন বলে জানান তিনি।

আরবিসি/১৬ ফেব্রুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category