রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই বীর মুক্তিযোদ্ধাগণ সম্মানিত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানির পরিমান বৃদ্ধি করেছে। সেই সাথে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। বীর মুক্তিযোদ্ধা হচ্ছে দেশের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের কারনে আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ঝাপিয়ে পড়েছে দেশকে স্বাধীন করতে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর আমরা স্বাধীনতা অর্জন করেছি। জাতি তাঁদের ঋণ কোন দিন ভুলবেনা। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সারাদেশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করে দিয়েছে সরকার। তাই স্বাধীনতার সপক্ষে থেকে আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহব্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার রাতে উপজেলার শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু, সুনীল কুমার কুন্ডু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী হিরু, আব্দুল খালেক, প্রদীপ কুমার সিংহ, আব্দুল হামিদ প্রমুখ। আগামী ১৮ ফেব্রæয়ারি বাগমারায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর আগমন ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এর আগে বাদ মাগরিব গনিপুর ইউনিয়নের আচিনঘাটে ইউনিয়ন আওয়ামী লীগ ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় সভা করেন এমপি এনামুল হক।
এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরবিসি /১০ ফেব্রুয়ারী / রোজি