আরবিসি ডেস্ক : পুরোনো বইয়ের ওপর নির্ভর করে সাজানো হয়েছে অমর একুশে বইমেলার এবারের আসর। বইমেলায় নেই নতুন বইয়ের চমক। দু-চারটি স্টলে নতুন বই তোলা হলেও ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত দাম বেড়ে যাওয়ায় ক্রেতা পাচ্ছেন না দোকানিরা। কাগজের মূল্যবৃদ্ধি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সে কারণে পাঠক নতুন বইয়ের চমক থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন নতুন লেখকের বই প্রকাশনায় বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে কথা হয় অক্ষর প্রকাশনীর আসোক রায় নন্দির সঙ্গে। তিনি বলেন, ‘কাগজের অতিমাত্রায় দাম বেড়ে যাওয়ায় নতুন লেখকদের বই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। যে পরিমাণ কাগজের দাম বেড়েছে তাতে প্রতিটি বইয়ের দাম আগের চাইতে দ্বিগুণ বেড়ে গেছে। সে কারণে স্টকে যেসব পুরোনো বই ছিল সেগুলো দিয়ে মেলার স্টল সাজানো হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের প্রকাশনীর মাধ্যমে নতুন লেখকের তিনটি সৃজনশীল বই ও ছয়টি পুরোনো বই নতুন এডিশনে প্রকাশ করা হয়েছে। এসব বইয়ের দাম আগের চাইতে ৩০ থেকে ৪০ শতাংশ বেশি নির্ধারণ করা হয়েছে। অধিক পরিমাণে নতুন বইয়ের সমাহার না হওয়ায় আশানুরূপ বিক্রি হচ্ছে না। তবে মেলার ১০ দিন পর বিক্রি বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।’
ঝুঁকি নেওয়া হচ্ছে না। তবে মেলার ১০ দিন পর কিছু নতুন লেখকের বই প্রকাশ করা হতে পারে বলে জানান তিনি।’
আরবিসি/০৬ ফেব্রুয়ারি/ রোজি