• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে রাজশাহীতে প্রচার, নানা প্রস্তুতি

Reporter Name / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার: আগামী ২৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা‘র রাজশাহীতে আগমন উপলক্ষে মঙ্গলবার রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রচার চালিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।
মঙ্গলবার দুপুর ২ টায় নগরীর কুমারপাড়া চাউল পট্টি থেকে জামাল সুপার মার্কেট, সাহেব বাজার বড় মসজিদ চত্বর, আরডিএ খাচা মার্কেট, চাঁদনী চক সুপার মার্কেটে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য নফিকুল ইসলাম সেল্টু, মুশফিকুর রহমান হাসনাত, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌতম কুমার দাস, মতিহার থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মহেমিনুল ইসলাম মানিক, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের কর্মী সাব্বির হোসেন সহ নেতৃবৃন্দ।

জনসভা সফল করতে রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগতম জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। মঙ্গলবার বিকেলে নগরীর গণকপাড়া এলাকা থেকে নগর জাসদের আয়োজনে র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।এ সময় বক্তরা জানান,আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা সফল করতে নেতাকর্মী দলে দলে মাঠে যাবে।

রাজশাহীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য।তার নেতৃত্বে পিছিয়েপড়া রাজশাহীর উন্নয়ন অগ্রযাত্রা এখন দৃশ্যমান হয়েছে।মানুষ এখন সরাসরি তার সুফল ভোগ করছে।সারাদেশের মতো এখানেও গত এক দশকে ব্যাপক উন্নয়ন হয়েছে।রাজশাহী মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,জাসদ কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামি, রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, সহ-সভাপতি মোশাররফ হোসেনসহ নেতাকর্মীরা।

আরবিসি/২৪ জানুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category