• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দিতে হবে রাজশাহীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পদ্মা নদী সুরক্ষা ও দেশজুড়ে নৌ পথ চালুর দাবিতে ইয়্যাসের স্বারকলিপি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো দৃশ্যমান হবে : ভাইস চ্যান্সেলর ডা. জাওয়াদুল হক কোর্ট হড়গ্রাম কাঁচা বাজারে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি তারকা মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু   ঢাকা বোট ক্লাবের নব-নির্বাচিত সদস্য খন্দকার হাসান কবিরকে রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের শুভেচ্ছা তানোরে স্থানীয়দের তৎপরতায় জলাশয় ভরাটের মাটি ফেলা বন্ধ রাজশাহীতে কসমিকা ডিসট্রিবিউশন অফিসে দূর্ধর্ষ ডাকাতি

প্রধানমন্ত্রীর জনসভায় স্বতঃফূর্তভাবে যোগদানের আহ্বান লিটনের

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার : আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রাজশাহীস্থ চাপাইনবাবগঞ্জ ও পাবনা সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দুপুরে নগর ভবনে সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধুমাত্র রাজশাহী সিটি করপোরেশন এলাকার উন্নয়নে দুই হাজার ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। সেই প্রকল্পের মাধ্যমে নগরীকে সাজানো হচ্ছে। এছাড়া প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে রাজশাহী ওয়াসা ভূ-উপরিস্থ পানি শোধনাগার নির্মাণ’ নামক প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কার্যক্রম শুরু হয়েছে। বিসিক শিল্পনগরী-২ তৈরি করা হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। নভোথিয়েটার নির্মাণ কাজ চলছে। এভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলছে।
মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী আমাদের এতো উন্নয়ন দিচ্ছেন। আগামী ২৯ জানুয়ারি আমরা সবাই প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়ে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।

সভা থেকে আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সবাইকে স্বতঃফূর্তভাবে যোগদানের আহ্বান জানান রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভামঞ্চে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অবসরপ্রাপ্ত কর্ণেল মোঃ মনিরুল ইসলাম, চাপাইনবাবগঞ্জ সমিতির সভাপতি প্রফেসর হবিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল হক, বৃহত্তর পাবনা সমিতির সাধারণ সম্পাদক মুহ. নুরুল ইসলাম, মুহ. আব্দুর রব জোয়ার্দার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।

আরবিসি/২৪ জানুয়ারি/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category