• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

সরকার পতনের আন্দোলনে আরও ঐক্যবদ্ধ হতে চান ফখরুল

Reporter Name / ৯৮ Time View
Update : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

আরবিসি ডেস্ক: আন্দোলনের একটা নির্দিষ্ট ধারা আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি। আরও ঐক্যবদ্ধ হবো। রবিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ আসাদের ৫৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অনেকে আশা করছেন— আরও তীব্র গতিতে আন্দোলন চলবে। অবশ্যই হবে। আন্দোলনের একটা নির্দিষ্ট ধারা আছে, তার একটি নির্দিষ্ট বিজ্ঞান আছে, একটা নির্দিষ্ট কেমিস্ট্রি আছে। আমি বিশ্বাস করি, ইতোমধ্যে আমাদের গত কয়েক মাসের আন্দোলনে জনগণ জেগে উঠেছে।’

তিনি বলেন, ‘এই সরকার আমাদের মুক্তিযুদ্ধের সব স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে, শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষকে দমন করছে। এবং আমাদের সব অধিকারগুলো কেড়ে নিয়েছে। আজকে মানুষ সেই অধিকারগুলো পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম শুরু করেছে। আমরা দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি। আরও ঐক্যবদ্ধ হবো। আমাদের ঐকবদ্ধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণই আমাদের পথ বাতলে দেবে। আমি এটা বিশ্বাস করি— জনগণই আমাদের পথ দেখাবে, কোন পথে গেলে এই দানবকে পরাজিত করতে পারবো।’

আসাদ আজকের সময়ে আমাদের কাছে সেই প্রেরণা মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘এখন যে সংগ্রাম চলছে সেই সংগ্রামের সঙ্গে তখনকার সংগ্রামের কথা বলি। এখন সত্য কথা বললেই আমাদের গ্রেফতার করে, নির্যাতন করে।’ ফখরুল বলেন, ‘বুদ্ধিজীবীরা কথা বলছেন না। আসাদের শার্ট তাদের কথা বলার সেই অবস্থা সৃষ্টি করেছিল। ঠিক তখনও আমাদের তথাকথিত কিছু বুদ্ধিজীবী মধ্যবিত্ত পেশাজীবী মানুষ কথা বলতেন না। এখনও কিছু বুদ্ধিজীবী বলেন উন্নয়ন তো হচ্ছে।’

সরকার আন্দোলন দমনে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। একটা সেলের মধ্যে একজন থাকতে পারে, সেই সেলে ৯ জন রেখেছে। ৭ দিন ওই সেল থেকে বের হতে দেয়নি। এরকম নির্মম নির্যাতন অত্যাচার চালিয়েছে কারাগারে।’ ‘আমাদের গণতন্ত্র আমাদের মতো করে চলবে’, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র এখন তাদের হয়ে গেছে। কোন গণতন্ত্র সেই মুজিববাদের গণতন্ত্র, বাকশালের গণতন্ত্র, একদলীয় শাসনব্যবস্থা গণতন্ত্র। না এদেশে মানুষ তা হতে দেবে না।’

শহীদ আসাদ পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুব উল্যাহ’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন— নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

আরবিসি/২২ জানুয়ারি/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category