স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৮টি নতুন স্থাপনার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বিভিন্ন সময়ে এই উদ্বোধন কার্যক্রমগুলো সম্পন্ন করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
এসময় উদ্বোধন করা হয়- আইসিইউ কমপ্লেক্স, মডার্ন মরচুয়ারি, সিকিউরিটি কমপ্লেক্স, আলট্রাসনোগ্রাফী কমপ্লেক্স, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও গাইনি ওপিডি, মহিলা গোসলখানা, সার্জারী বিভাগীয় প্রধানের একাডেমিক অফিস ও গাইনি অ্যান্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধানের একাডেমিক অফিস।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এ.বি.এম. হুমায়ুন কবীর, রাজশাহী গণপূর্ত জোন এর নির্বাহী প্রকৌশলী (স্টাফ অফিসার) ফেরদৌস শাহনেওয়াজ কান্তা, উপ-বিভাগীয় প্রকৌশলী মুনমুন হোসেন, রবিউল ইসলাম খান, উপ-সহকারী প্রকৌশলী আয়াতুল্লাহ, দেলওয়ার হোসেন, রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেল আলী ও শহিদুল ইসলামসহ রাজশাহী গণপূর্ত বিভাগ-২ ও রামেক হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আরবিসি/২১ জানুয়ারি / রোজি